জামালপুরে বোরোর ক্ষেতে পোকার আক্রমণ

Joynal Abdin
0

নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরে শেষ সময়ে এসে বোরো ধানে পোকার আক্রমণ দেখা দিয়েছেপোকা ক্ষেতের বোরোর শীষ কেটে দেয়ায় সেগুলো সাদা ও চিটা হয়ে যাচ্ছেসব ধরনের কীটনাশক প্রয়োগ করেও কোন ফল পাচ্ছে না কৃষকএতে দিশেহারা হয়ে পড়েছেন তারা

কৃষকরা জানান, মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে ধান কাটা মাড়াই শুরু হবেএমন সময় হঠাৎ করে গত দুই-তিন দিনের মধ্যে পুরো মাঠে এক সঙ্গে পোকার আক্রমণ দেখা দেয়ায় হতাশায় পড়েছেন তারাবাজারে সব ধরনের কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না বলে জানান তারা

এদিকে পোকার আক্রমণকে আবহাওয়া অনুকুল না থাকার বিষয়কে দুষেই দায় সারছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাকৃষি কর্মকর্তরা বলছেন, চলতি মাসে প্রায় প্রতিদিন মেঘলা আকাশ, দিনে তাপমাত্রা বেশি, রাতে শীত থাকায় এসব পোকার আক্রমণ বেশি হচ্ছে তবে সঠিক ভাবে কীটনাশক প্রয়োগ করলে তা সেরে যাবে বলে মনে করছেন তারা

কুটামনি গ্রামের কৃষক মিজান বলেন, তিনি চলতি বছর ৮ বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করেছেনশুরু থেকে ধান ভালোই ছিলএখন ৮০ ভাগ ধানের শীষ বের হয়েছেএরই মধ্যে হঠাৎ করে তার ক্ষেতে শীষ সাদা হয়ে চিটা হয়ে যাচ্ছেকীটনাশক প্রয়োগ করেও কোন ফল পাচ্ছে না বলে জানান তিনি

তিনি আরো জানান, শুধু আমার ক্ষেতেই নয়, পুরো মাঠে একই সাথে অবস্থা হয়ে গেছে বলে জানান তিনি

গোপালপুর গ্রামের কৃষক পিন্টুবলেন, তার ৫ বিঘা বোরো ক্ষেতে প্রায় ১০ ভাগ ধান কেটে দিয়েছে মাজরা পোকাএতে করে ক্ষেতের শীষ চিটা হয়েগেছেকীটনাশক প্রয়োগ করেও কোন প্রতিকার মিলছে না

কৃষকরা বলেন, জামালপুর জেলার ৭টি উপজেলার মাঠে এখন আগাম লাগানো বোরো ক্ষেতের কোনটিতে শীষে পাক ধরতে শুরু করেছেআবার কোনটিতে শীষ বেরুচ্ছেতবে সবে মাত্র শীষ বেরুচ্ছে এমন ক্ষেতে বেশি শীষ সাদা চিটা হয়ে থাকতে দেখা গেছে

জামালপুর সদর উপজেলার মাঠে বেশি মাজরা পোকার কাটা সাদা শীষ বেশি দেখা যাচ্ছে বলে খবর পাওয়া গেছে

এসব এলাকার কৃষকেরা বলেন, তারা চলতি বছর বিভিন্ন জাতের বোরো আবাদ হয়েছেএসব জাতের মধ্যে রয়েছে ব্রিধান-২৮, ২৯, ৪৯, ৫০, ৫২, ৬২, বিআর-১৫, ১৬ এবং কিছু জমিতে হাইব্রিডতবে যে জমিতে এখনও ৭০, ৮০, ভাগ শীষ বের হয়েছে সে ক্ষেতে মাজরা পোকার আক্রমণ বেশিতবে ৯০ থেকে ৯৫ ভাগ বেরুনো ক্ষেতে পোকা আক্রমণ বেশি করতে পারেনি বলে জানান তারা

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!