অবশেষে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা ও নেইমার। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে চলা আইনি জটিলতার সমাধান হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও এর বাইরে গিয়ে সমঝোতায় পৌঁছেছে দু‘পক্ষ।
২০১৭ সালের আগস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এর মাত্র ৯ মাস আগে বার্সার সঙ্গে নতুন চুক্তি করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সে অনুযায়ী, নেইমারকে চার কোটি ৬৩ লাখ ইউরো বোনাস দেওয়ার শর্ত উল্লেখ করে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। আবার বার্সেলোনা তখন নেইমারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের আলাদা অভিযোগ এনে মামলা ঠুকে দেয়।
গত বছরের জুনে নেইমারের করা মামলা খারিজ করে দেয় স্পেনের একটি আদালত এবং তাকে আদেশ দেয় উল্টো ৬৭ লাখ ইউরো বার্সেলোনাকে পরিশোধ করতে।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, ওই রায়ের বিরুদ্ধে আপিল করার পাশাপাশি কাতালান ক্লাবটির বিরুদ্ধে নতুন মামলাও করেছিলেন নেইমার। তবে সমঝোতার ভিত্তিতে এখন সব কিছুই মিটে গেছে।
এদিকে ক্যাম্প ন্যুয়ের আকাশ থেকে অনিশ্চয়তার মেঘ পুরোপুরি সরে যায়নি। নতুন চুক্তিপত্রে এখনও স্বাক্ষর করেননি লিওনেল মেসি। ক্লাব বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা দাবি করছেন, চুক্তি নবায়ন কেবলই সময়ের ব্যাপার। কিন্তু, দ্বিধা কাটছে না সমর্থকদের মন থেকে।
আগামী ৮ আগস্ট হোয়ান গাম্পার ট্রফিতে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসকে আতিথ্য দেবে স্প্যানিশ ক্লাবটি। ইউরোপীয় গণমাধ্যম বলছে, চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর দলের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা ক্ষীণ।
খবর বেরিয়েছে, আগের বেতনের ৫০ শতাংশ অর্থেই নাকি নতুন চুক্তি করতে রাজি হয়েছেন লিও। যদিও চরম অর্থ সংকটের কারণে কিছুই পাকাপাকি করতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। নিজেদের মাঠে য়্যুভেন্তাসের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচটিতে প্রিয় তারকার খেলা নিয়ে শঙ্কা থাকায়, মন খারাপ গ্যালারিতে বসার সুযোগ পাওয়া প্রায় ২০ হাজার দর্শকের।
nice
ReplyDelete