নিজস্ব প্রতিবেদক ।।
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে ২৯ এপ্রিল জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সভা কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম কুমার রায়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহফুজুর রহমান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মজিদ, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্যবস্থাপক লিটন সরকার, সিংহজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান, ইউনিসেফ প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।উল্লেখ, গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। এরই ধারাবাহিকতায় জামালপুরে সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা, পুষ্টি খাদ্য প্রদর্শনী, সেবাদাতা ও সেবা গ্রহীতাদের নিয়ে মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।