সাংবাদিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

Joynal Abdin
0
নিজস্ব প্রতিবেদক ।।
চিকিৎসকদের অবহেলায় সাংবাদিক শফিক জামানের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এনটিভি, বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার ছিলেন।
রোববার সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউজে মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ নির্দেশ দেন।
এ সময় জামালপুর হাসপাতালের সহকারী পরিচালক সিরাজুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিভিল সার্জন হিসেবে ডা. গৌতম রায়কে দায়িত্ব দেয়া হয়।
স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. মো. আবুল কাসেমকে প্রধান করে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ২১ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক শফিক জামানের চিকিৎসায় সুস্পষ্টভাবে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া জামালপুর জেলারেল হাসাপাতালের সব অব্যবস্থাপনার বিষয়েও তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।
ডিসি আহমেদ কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, এসপি দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. গৌতম রায়সহ স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীরা।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!