জামালপুরে তিন মাদক ব্যবসায়ী আটক

Joynal Abdin
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদরের বগাবাইদ এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
আটকরা হলেন বগাবাইদ এলাকার জুলহাস মণ্ডল একই এলাকার লাল মিয়া ওরফে লালু ও সাজু।
র‌্যাব-১৪ এক সংবাদ বিবরণীতে গত শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিবরণীতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আচক করে। এ সময় জুলহাসের কাছ থেকে ২০টি, লাল মিয়ার কাছ থেকে ২০টি ও সাজুর কাছ থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জামালপুর জেলার সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!