ইসলামপুর প্রতিনিধি ।।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার যমুনার চরে কৃষকের উন্নয়নে বিনামূল্যে সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। গত ১০ এপ্রিল বুধবার যমুনার দ্বীপচরে ২৬টি সোলার সেচ পাম্প উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল।
উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্গমচর মধ্যবরুল মারকাজুল হুদা নূরানী কওমি মাদরাসা মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল। প্রধান অতিথির বক্তব্যে বলেন আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকদের সার পেতে এখন জীবন দিতে হয়না,জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তার ধারাবাহিকতায় আজ যমুনা চরে কৃষকদের ফসল উৎপাদনে বিনা মূল্যে সেচ পাম্প স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট .এস.এম জামাল আব্দুন নাছের বাবুল, জেলা পরিষদ সদস্য আবদুর রাজ্জাক লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল খালেক আখন্দ বিএসসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আবদুল মালেক ও চিনাডুলী ইউপি চেয়ারম্যান আবদুল ছালাম প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান ২০১৭-২০১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায়,দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রতিটি সোলার সেচ পাম্প স্থাপন প্রকল্পের প্রায় আট লক্ষ টাকা করে ব্যয় হয়েছে। প্রতিটি সোলার সেচ পাম্প ৬ হাজার ৫শত ওয়াট এবং ৩.৭৫ কিলোওয়াট মটর রয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান- সোলার সেচ প্রতিটি পাম্পে ১শত বিঘা জমি আবাদ করা যাবে। দূর্গম চরাঞ্চলে কৃষকরা খরচ বিহীন আবাদে স্বস্থি পাবে উপকৃত হবে।
3/related/default