নিজস্ব প্রতিবেদক ॥
প্রাক্তন সৈনিকদের বেতনভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
৫দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা জামালপুর জেলা শাখার উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী ননি, উপদেষ্টা ক্যাপটেন ফজলুল হক, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ও গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
সমাবেশে বক্তারা বৈষম্য দূর করে বেতন ভাতা বৃদ্ধি, রেশনভাতা বৃদ্ধি, যুদ্ধবন্দি ভাতা প্রদান, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও বৈশাখী ভাতা বৃদ্ধির দাবি জানান। পরে জেলা শাখার নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এসব দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বেতনভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে জামালপুরে প্রাক্তন সৈনিক সংস্থার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
April 13, 2019
0