অপহরণকারীদের থেকে পালিয়ে রক্ষা পেল সাকিব

Joynal Abdin
0
মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জে অপহরণের চারদিন পর পালিয়ে রক্ষা পেয়েছে সাকিব নামে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার মাদারগঞ্জ ইউএনও সভাকক্ষে উপস্থিত হয়ে সাকিবের মা নাসিমা বেগম তার সন্তানকে অপহরণ চেষ্টায় অভিযুক্ত বিচার চান। অপহরণের শিকার সাকিব চর চাঁদপুর গ্রামের মুরাদ মিয়ার ছেলে।
সাকিব জানান, গত মঙ্গলবার সে শুভগাছা গ্রামে তার দাদাবাড়ি যাওয়ার জন্য পৌরসভার বালিজুড়ি-জামথল চর সড়কের একটি ইজিবাইকে উঠে। একপর্যায়ে অচেনা ইজিবাইক চালক তাকে দাদাবাড়িতে নামিয়ে দিবে বলে শুভগাছা গ্রামের একটি নির্জন বাড়িতে আটকে রাখে। চারদিন ধরে দিনের বেলা তাকে একটি গাছের বাগানে বেঁধে রাখা হতো। আর রাতে নির্জন বাড়ির রান্নাঘরে মুখে কাপর ও টেপ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হত। দুপুর বেলা খেতে দিতো তিন-চারজন লোক। রোববার এক লোক তাকে যমুনা নদীর পাড়ে রেখে একটু দূরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে সাকিব সেখান থেকে পলিয়ে আসে। 
বিষয়টি জানার পর ইউএনও আমিনুল ঘটনার সঙ্গে জড়িতেদের খুঁজে বের করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। 
মাদারগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জই-মুন্না বলেন, এ ব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!