মোঃ সাইদুর রহমান সাদি ।।
জামালপুর জেলার মেলান্দহ অবস্থিত ”বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ১৮এপ্রিল বৃহস্পতিবার সকালে জাকজমকপূর্ণ পরিবেশে জামালপুর সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি,সাবেক ভুমিমন্ত্রী রেজাউল করিম হীরা,স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি, জাতীয় কবি নজরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান,
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুরের মেলান্দহ, উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।
জামালপুরে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
April 18, 2019
0