সরিষাবাড়ি প্রতিনিধি ।।
সরিষাবাড়ি উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রী অন্তরা সাহার আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মঙ্গলবার সরিষাবাড়ি থানায় মামলা হয়েছে। পুলিশ এ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
মামলায় ঘটনার মূল হোতা স্থানীয় মূলবাড়ি এলাকার মতিউর রহমান তালুকদারের ছেলে তৌহিদুর রহমান তালুকদার ওরফে তানিন ও তার ছয় সহযোগী এবং অজ্ঞাত আরো ৩-৪জনকে আসামি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউপির সাঞ্চেরপাড় গ্রামে তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অন্তরা সাহা। সে ওই গ্রামের ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহার মেয়ে।
সরিষাবাড়ি থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ি পৌরসভার মূলবাড়ি এলাকা থেকে ওই মামলার আসামি পোগলদিঘা ইউপির পুঠিয়ারপাড় গ্রামের কালু তালুকদারের ছেলে রিয়াদ তালুকদারকে গ্রেফতার করেছে। একই দিনে পুলিশ ময়নাতদন্ত শেষে অন্তরা সাহার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনার মূলহোতা তানিন ও তার অন্যান্য সহযোগীরা গ্রাম ছেড়ে পালিয়েছে।
অন্তরা সাহা সরিষাবাড়ি পৌর এলাকার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় আরামনগর বাজারের একটি কোচিং সেন্টার থেকে পড়া শেষে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে বাড়িতে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মা নমিতা রাণী সাহা তাকে না পেয়ে ঘরে তার কক্ষে খুঁজতে যান। তিনি ভেতর থেকে দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে অন্তরাকে ঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। রাতেই তাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাহেদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ছাত্রীর শোকার্ত বাবা নারায়ণ চন্দ্র সাহা অভিযোগ করে বলেন, তানিন পঞ্চম শ্রেণি থেকেই আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল। গত ২০ এপ্রিল বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার পথে অন্তরার ইচ্ছার বিরুদ্ধে জোর করে মুখচেপে ধরে সেলফি তুলে তানিন। ওই সেলফি তার ফেসবুকে তার বন্ধুদের কাছেও ছড়িয়ে দেয়। বিভিন্ন সময়ে উত্যক্ত করার পাশাপাশি ফেসবুকে ছবি দেয়ার পর থেকেই অন্তরা মানসিক অশান্তিতে ভুগছিলো। আমি এ ঘটনার বিচার চাই।
জামালপুরের অ্যাডিশনাল এসপি বাছির উদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় সাঞ্চেরপাড় গ্রামে অন্তরা সাহাদের বাড়িতে যান এবং তার বাবা-মাসহ পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অন্তরা সাহার মৃত্যুর ঘটনায় তার পরিবার যাতে ন্যায় বিচার পায় তার আশ্বাস দেন।
সরিষাবাড়ি থানার ওসি মাজেদুর রহমান বলেন, অন্তরার মরদেহের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেয়েটির বাবা নারায়ণ চন্দ্র সাহার দায়ের করা মামলার আসামিদের মধ্যে রিয়াদ তালুকদার নামের ১জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্তরা আত্মহত্যা প্ররোচনায় গ্রেফতার ১
April 23, 2019
0