রোজায় ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত

Joynal Abdin
0
স.স.প্রতিদিন ডেস্ক ।।
রোজায় ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত; এর মধ্যে গ্রাহক লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।
রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে রোজার মাসের জন্য ব্যাংকের অফিস কার্যক্রম ও লেনদেনের সময়সূচি জানায়।
এতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস এবং সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।
মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এসময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।
আরেক সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা বিকাল ৪টা।
রোজার মাস শেষ হওয়ার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলার দুটিতে জানানো হয়েছে।
এবার রোজায় সরকারি অফিসগুলো সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ মে রোজা শুরু হতে পারে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!