রমজানে প্রকাশ্যে খাবার খেলে জেল, জরিমানা অর্ধ লক্ষ টাকা

Joynal Abdin
0
স.স.প্রতিদিন ডেস্ক ।।
পবিত্র রমজান মাসে প্রকাশ্যে কেউ খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা গুণতে হবে। এমন আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত।
আমিরাতের পেনাল কোড অনুযায়ী, রোজার সময় কোন ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই আইন মুসলিম ও অন্য ধর্মাবলম্বীদের জন্য কার্যকর। তবে এ আইনের সমালোচনা করেছেন অন্য ধর্মাবলম্বীরা। এছাড়া আমিরাতে রমজান মাস চলাকালীন কোন দোকান কাউকে খেতে উৎসাহ দেয় এ সংক্রান্ত কার্যকলাপ চালালে শাস্তিস্বরূপ এক মাসের জন্য বন্ধ করে দেয়া হবে। সেইসঙ্গে রমজান মাসে কেউ ভিক্ষা করলেও তাকে জেলে হবে বলে খবরে বলা হয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!