অ্যান্ডুয়েড ফোন থেকে এই ১৭টি ক্ষতিকর অ্যাপ তাড়াতাড়ি ডিলিট করুন।

Joynal Abdin
0

 অ্যান্ডুয়েড ফোন থেকে এই ১৭টি ক্ষতিকর অ্যাপ তাড়াতাড়ি ডিলিট করুন।


ছবিঃ গুগল  


অ্যান্ডুয়েড ডিভাইসের জন্য ম্যালওয়ার আবার ফিরে এসেছে।এবার অ্যান্ডুয়েড ফোনে মোট ১৭টি অ্যাপে ম্যালওয়ার সমস্যা পাওয়া গেছে।ব্যবহারকারীকে সর্তক করে দেওয়া হয়েছে এসব অ্যাপ ফোনে থাকলে তা দ্রুত অপসারণ করতে।


সিকিউরিটি কোম্পানি বলেছে,  এসব অ্যাপ (joker) ম্যালওয়ার দ্বারা আক্তান্ত। যেসব ডিভাইসে এসব অ্যাপ থাকবে সেই অ্যাপের ডিভাইস ইনফরমেশন,কন্টাক্ট, এসএমএস চুরি করে নেয়।এসব ম্যালওয়ার দ্বারা আক্তান্ত অ্যাপ ব্যবহারকারী অজান্তেই প্রচুর ইন্টারনেট চুরি করে নেয়।


গুগল ইতিমধ্যেই এসব অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে।কেননা,এসব অ্যাপ ম্যালওয়ার দ্বারা আক্তান্ত। অ্যাপগুলো হলোঃ 


ছবিঃ গুগল  


- Telegram App Lock


-Direct Messenger


-Private Massage


-Style Photo College 


-All Good Pdf Scanner 


-Mint Leaf Message -your private massage


- Unique Keyboard -Fancy Front& Free imoticons


-One Sentence Translator-MultiSentense Translator 


-Muticulous Scanner 


-Care Message


-Part Message 


-Paper Doc Scanner 


-Blue Scanner 


-Hummingbird Pdf Scanner -Photo to pdf


-All Good Pdf Scanner (২য়বার দেওয়া হয়েছে)




গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ সরিয়ে নিলেও,যেসব ফোনে এসব অ্যাপ আছে,সেই ফোনের ডাটা,ডিভিইস ইনফরমেশন,কন্টাক্ট ইত্যাদি চুরির আংশকা আছে।তাই এখুনি এই ১৭টা অ্যাপ, আনস্টল  করে, নিরাপদ থাকুন।

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!