গুগল সার্চে সূর্য উদয় ও সূর্য অস্থের টাইম দেখুন
টেক জায়েন্ট গুগল এই সেবাটি অনেক আগেই প্রকাশ করেছে।এই সেবা ব্যবহার করে মানুষ মূহুর্তের মধ্যে যেকোন জায়গা বা শহরের সূর্য উদয় ও সূর্য অস্থের নিধারিত সময় জানতে পারবে।গুগল আরো জানিয়েছে এই সঠিক সময় প্রধান করবে।
এই সূর্য উদয় ও সূর্য অস্থের টাইম দেখার জন্য আপনাকে গুগল সার্চ বক্সে Sunset ও Sunrise শব্দটি ব্যবহার করতে হবে।কোন নিদিষ্ট এলাকা বা শহরের সূর্য উদয় ও সূর্য অস্থের টাইম দেখার জন্য Sunset Dhaka এই রকম লিখে সার্চ করলেই সঠিক টাইম দেখতে পাবো।তাছাড়া এখন থেকে মোট কত সময় বাকি আছে সেটিও উল্লেখ থাকবে।
গুগল আরো জানিয়েছে, বিশ্বের প্রায় সব জায়গা থেকে এই সুবিধা পাওয়া যাবে।নিদিষ্ট অংক্ষাংশ ও দিঘ্রামাংশ ও স্থানীয় সময় গনণা করে এই সময় পাওয়া যায়।তাই এটি সঠিক ফল দেখাবে
Good tech
ReplyDelete