How To Use Google Meet App

Joynal Abdin
0

 How To Use Google Meet App


গুগল তাদের নিজিস্ব মিটিং অ্যাপ লানচের পর প্রচুর জনপ্রিয় হচ্ছে।ভিডিও কল বা শিয়ারের জন্য জুম বা মাইক্রোসফটে নয়,এখন আপনি গুগলের তৈরি Google Meet App ব্যবহার করতে পারবেন ফ্রিতে।



এখন আপনি ভিডিও কল, কারো সাথে কমিনিকেশন করতে এই করোনার মধ্যে ফ্রিতে ব্যবহার করতে পারবেন গুগল মিট অ্যাপ।


এই  অ্যাপ আপনি Skype বা Zoom  এর মতো ব্যবহার করতে পারবেন।Google Meet রয়েছে অন্য অ্যাপ থেকে অধিকতর নিরাপত্তা। এটি হচ্ছে গুগলের অন্যত্তম মেজর প্লাটফর্ম যেখানে গুগল ফ্রিতে বন্ধু বা পরিবারের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে।Google Hangouts কে এখন Google Meet বলে।এখন এটা সবাই ব্যবহার করতে পাবরে অতি সহজেই কেননা নিত্য নতুন আপডেট হচ্ছে Google Meet অ্যাপ।


কিভাবে ডাউনলোড করবেনঃ


আপনি ভিডিও চ্যাট বা কারো সাথে কল করতে বা বন্ধুর সাথে যোগাযোগ করতে অনায়াসে ব্যবহাররকরতে পারেন Google Meet.গুগল মিট এখন ব্যবহার করা যাবে আপনার মোবাইল বা ল্যাপটপে যেকোন সময়।মোবাইল ইনস্টল করতে নিচের লিংক গুলো অনুসরণ করুন।


Play Store: Click here to Download


App Store: Click here to Download


Web link:https://meet.google.com/


কিভাবে মিটিং এ জয়েন হবেন



আপনার যদি একটি  Gmail আইডি থাকে,তাহলে আপনি খুব সহজেই গুগল মিটিং অ্যাপ ব্যবহার করতে হবে।তার জন্য আপনাকে প্রথমেই  জিমেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে।তারপর অ্যাপ এ লগইন করে সবুজ একটি Starting Meeting এ ক্লিক করে, আইডি আর পাসওর্য়াড দিয়েই Meeting শুরু হবে।


সূত্রঃ Popular Mechanical 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!