Mi 10 সিরিজের তিনটি ফোন প্রকাশ করলো শাওমি।
মি ১০ সিরিজের তিনটি ফোন বাজারে আনতে চাচ্ছে শাওমি, মি১০, মি১০ প্রো ও মি ১০ লাইট।এই তিনটি ফোনের বিশেষ আর্কষন হচ্ছে ৫জি কান্টেটিভিটি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে,এই তিনটি ফোন প্রথমত ইউরোপীয় দেশগুলোতে পরে সারা বিশ্বে পাওয়া যাবে।তো চলুন জেনে আমি ফোনগুলোর দাম ও স্পেসিফিকেশন।
মি ১০ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
রেজুলেশনঃ ১০৮০*২৪৪০ পিক্সেল
ব্যাক ক্যামেরাঃ৬৪ মেগাপিক্সেল
ফ্রান্ট ক্যামেরাঃ২০ মেগাপিক্সেল
প্রসেসরঃ কোয়ালকম স্নাপড্রাগন ৮৬৫
র্যামঃ ৬ জিবি/ ৮জিবি
ব্যাটারিঃ৫০০০ মিলিএম্প
কালারঃকসমিক ব্লাক,লোনার সিলভার
স্টোরেজঃ ১২৮ জিবি/ ২৫৬ জিবি
মি ১০ প্রো এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
রেজুলেশনঃ ১০৮০*২৪৪০ পিক্সেল
ব্যাক ক্যামেরাঃ১০৮ মেগাপিক্সেল
ফ্রান্ট ক্যামেরাঃ২০ মেগাপিক্সেল
প্রসেসরঃ কোয়ালকম স্নাপড্রাগন ৮৬৫
র্যামঃ ৮ জিবি
স্টোরেজঃ ১২৮ জিবি/ ২৫৬ জিবি
ব্যাটারিঃ৫০০০ মিলিএম্প
কালারঃকসমিক ব্লাক/লোনার সিলভার / অরোরা ব্লো
মি ১০ প্রো লাইট এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
রেজুলেশনঃ ১০৮০*২৪৪০ পিক্সেল
ব্যাক ক্যামেরাঃ৬৪ মেগাপিক্সেল
ফ্রান্ট ক্যামেরাঃ১৬ মেগাপিক্সেল
প্রসেসরঃ কোয়ালকম স্নাপড্রাগন ৮৬৫
র্যামঃ ৬ জিবি
স্টোরেজঃ ৬৪ জিবি/ ১২৮ জিবি
ব্যাটারিঃ ৪৮২০ মিলিএম্প
কালারঃব্লো, রোজ কালারে পাওয়া যাবে।
মি১০, মি১০ প্রো ও মি ১০ লাইট এর দাম
মি১০ এটির ৬জিবি র্যাম ও১২৮ জিবি স্টোরেজের জন্য দাম ধরা হয়েছে ৪৯৯ ইউরো,যা ভারতীয় দাম হলো ৪৪ হাজার রুপি।
অন্যদিকে মি১০ প্রো এর ৮জিবি র্যাম ও১২৮জিবি স্টোরেজের জন্য দাম ধরা হয়েছে ৫৯৯ ইউরো যার ভারতীয় দাম হলো ৫১,৭০০ রুপে
আর মি ১০ লাইট এর ৬জিবি র্যাম ও৬৪ জিবি স্টোরেজের জন্য দাম ধরা হয়েছে ২৭৯ ইউরো, যার ভারতীয় দাম হলো ২৪ হাজার ইউরো।
Image from: Google
সূত্রঃ বাংলাটেক২৪
#Thanks_all_for_visit_my_blog