ডিজিটাল নিরাপত্তা আইন

Joynal Abdin
0

ডিজিটাল নিরাপত্তা আইন





ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাশ হয় ১৯ শে সেপ্টেম্বর২০১৮ সালে।





 মোট ধারা ৪৪ টি, জামিন অযোগ্য ধারা ১৪  টি।





 বঙ্গবন্ধু ও শেখ মুজিবুর সম্পর্কিত ধারা নং ২১ ।





 মুক্তিযুদ্ধ ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও মিথ্যাচারের শাস্তি ১৪ বছর কারাদণ্ড  ও এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।









ডিজিটাল নিরাপত্তা আইন ২০২১,<br/>ডিজিটাল নিরাপত্তা আইন,<br/>ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর,<br/>ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার নিয়ম,<br/>ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা,<br/>ডিজিটাল নিরাপত্তা আইনের শাস্তি,<br/>ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন,<br/>সাইবার নিরাপত্তা আইন ২০১৫,
https://www.basicgk.com/category/bangladesh-affair/








 ডিজিটাল নিরাপত্তার বিষয়বস্তু সমূহঃ





 আক্রমনাত্মক ও ভীতি প্রদর্শন তথ্য উপাত্ত এবং মিথ্যা ।





 মানহানিকর তথ্য প্রকাশ।





 ধর্মীয় অনুভূতিতে আঘাত।





 আইন-শৃঙ্খলার অবনতি ঘটে।





 অনুমতি ছাড়া ব্যক্তির তথ্য সংগ্রহ ও ব্যবহার।





 শাস্তি





 ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ সংক্রান্ত ২০ টি ধারার মধ্যে





 ১৪ জামিন অযোগ্য, পাঁচটি জামিনযোগ্য সাপেক্ষ এবং একটি সমঝোতামূলক।





ডিজিটাল নিরাপত্তা আইন এর নূন্যতম শাস্তির মেয়াদ এক বৎসর কারাদণ্ড ও সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড তবে অধিকাংশ ক্ষেত্রে শাস্তির মেয়াদ ৪ থেকে ৭ বছর কারাদণ্ড ।





জাতিসংঘ থেকে বঙ্গবন্ধুকে ফ্রেন্ডস অফ দা ওয়ার্ল্ড ঘোষণা করা হয়





১৫ আগস্ট ২০১৯  জাতিসংঘের সদর দপ্তরের জাতিসংঘ স্থায়ী মিশনে আয়োজন প্রথমবারের মতো পালিত হয় ৪৪ তম জাতীয় শোক দিবস।





 অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিম চৌধুরী





 বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু হিসেবে আখ্যা দেন।





 অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ভারত, সার্বিয়া, কিউবা, প্যালেস্টাইন স্থায়ী প্রতিনিধি।





 জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!