ক. বাংলা সাহিত্যের যুগ বিভাগ,প্রাচীন যুগ, চর্যাপদ ও অন্ধকার যুগ
বাংলা সাহিত্যের যুগ বিভাগ
বাংলা সাহিত্যের ইতিহাস প্রায় তেরশ বছরের। অন্য যে কোন দেশের ইতিহাসের মতো বাংলা সাহিত্যের ইাতহাসকে তিন ভাগে ভাগ করা হয়। প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। এই যুগ বিভাগ নিয়ে প-িতদের মধ্যে মতভেদ রয়েছে। প্রাচীনকাল নিয়ে বিখ্যাত দিকপাল এপার বাংলার ড. মুহাম্মদ শহীদুল্লাহ-তার মতে প্রাচীন যুগ-৬৫০-১২০০ খ্রি. ওপার বাংলার সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০-১২০০ খ্রি. পর্যন্ত। উল্লেখযোগ্য এখানে দুটো মতই স্বীকৃত।
যুগ বিভাগ নিয়ে পন্ডিতগণের মতভেদ
ড.সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে
ক. প্রাচীন বা মুসলমান পর্ব যুগ ৯৫০-১২০০ খ্রি.
খ. তুর্কি বিজয়ের যুগ ১২০০-১৩০০ খ্রি.
গ. আদি মধ্য বা প্রাক চৈতন্য যুগ ১৩০১-১৫০০ খ্রি.
ঘ. অন্ত মধ্য বা চৈতন্য যুগ ১৫০১-১৮০০ খ্রি.
ঙ. আধুনিক বা ইংরেজ যুগ ১৮০০-বর্তমান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে দুভাগে ভাগ করেছেন-
ক. পাঠান আমল-১২০১-১৫৭৬ খ্রি.
খ. মোগল আমল ১৫৭৭-১৮০০ খ্রি.
নোটসঃ
প্রাচীন যুগের সাহিত্য ব্যক্তি কেন্দ্রীক
মধ্য যুগের সাহিত্য- ধর্ম প্রধান
আধুনিক যুগের সাহিত্য-মানব ধর্ম প্রধান
[…] বাংলা সাহিত্যের যুগ বিভাগ […]
ReplyDelete