পিসি গেমস ডাউনলোড করার কিছু ফ্রি ওয়েবসাইট।
আজ আপনাদের কিছু ওয়েবসাইট দেখাবো,যেখান থেকে আপনি ফ্রিতে পিসি গেমস ডাউনলোড দিতে পারবেন।
আমাদের মাঝে অনেকেই আছে যারা নতুন নতুন গেম খেলতে পছন্দ করে,কিন্তু নতুন গেম কই পাবে বা সোর্স না পাওয়ার জন্য নতুন গেম খুজে পাচ্ছে না।
মোবাইলের থেকে পিসিতে গেম খেলা অধিক আনন্দদায়ক।
তো চলুন দেখে আছি কিছু ফ্রি ওয়েবসাইটঃ
মাইক্রোসফট স্টোরঃ
এটি সর্ববৃহৎ ওয়েবসাইট, যেখান থেকে আপনি হাজার হাজার ফ্রি গেম ও সফটওয়্যার পাবেন বিনামুল্যে।
এখানে আপনি ফ্রি গেমের পাশাপাশি পেইড গেমও পাবেন।আপনি চাইলে পেইড গেম কিনে নামিয়ে নিতে পারবেন।
ওয়েবসাইট লিংকঃ
https://www.microsoft.com/en-us/store/apps
গেইমলফটঃ
গেইমলফট গেম তৈরির একটু বিশাল কম্পানি। আপনি চাইলেও এটা থেকে অনেক গেম নামিয়ে নিতে পারেন।তাদের পেইড ও ফ্রি দুটুই সার্ভিস পাওয়া যায়।গেইমফলট পিসি গেম ছাড়াও তাদের জাভা,এ্যান্ডুয়েড, মাইক্রোসফট সহ ভিবিন্ন অপরেটিং নিয়ে কাজ করে। কিন্তু নিচের দেওয়া লিংক থেকে আপনি শুধু তাদের গেম দেখতে পারবেন।আপনি চাইলে তাদের পেইড ও ফ্রি দুটাই ব্যবহার করতে পারবেন।
ওয়েবসাইট লিংকঃ
https://www.gameloft.com/m/en/
ব্লিজার্ডঃ
ব্লিজার্ডে রয়েছে সুবিশাল গেমের কারেকশন।এই ওযেবসাইটে আপনি শুধু গেইমি পাবেন। ব্লিজার্ড (Battle.net)নামেও পরিচিত।আপনি এখানে ফ্রি ওবং পেইম দুটি সার্ভস পাবেন।আপনি চাইলে তাদের পেইড গেম ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে কিছু অর্থ পে করতে হবে। আপনি যদি গেম প্রেমিক হবে,তাহলে একবার হলেও এই ওযেবসাইটি ঘুরে আসা উচিৎঃ
ওয়েবসাইট লিংকঃ
https://www.blizzard.com/en-us/
সফটনিকঃ
আমাদের সর্বশেষের ওয়েবসাইটি হচ্ছে খুবই জনপ্রিয় গেম ও সফটওয়্যারের জন্য।আপনি হয়তো ইতিমধ্যেই এই ওয়েবসাইটি ঘুরে আসসেন।যাই হোক,এটি একটি গেমের জন্য সুবিশাল প্লাটফর্ম। এখানে যে আপনি শুধু পিসির গেইম তা কিন্তু নয়, আপনি এই ওয়েবসাইটে জাবা,অ্যান্ডুয়েড,আইফোন, মাইক্রোসফট সহ সব ধরনের অপারেটিং এর গেম পাবেন।
আপনি গেম বা সফটওয়্যার ডাউনলোডের পাশাপাশি কিছু গেম বা সফটওয়্যার রিলেটেড আর্টিকেল পাবেন।যা আপনাকে অত্যন্ত সাহায্য করবে। তাছাড়া আপনি নিত্য নতুন টিপ ও টিক্স পাবেন।
ওয়েবসাইট লিংকঃ
https://en.softonic.com/
Images source : Google
Content: Wikibd
Tag: #softonic.com,#blizzard.com,#Battle.Net,#blizzard.com/,#microsoft.com,#epicgames.com/,#gameloft.com/