মেলান্দহে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা

Joynal Abdin
0

মেলান্দহ প্রতিনিধি ॥

জামালপুরের মেলান্দহ উপজেলায় গত ২৩ জুন কুকুরে কামড়ানো গরু জবাই করে মাংস বিক্রির দায়ে দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গত ২৩ জুন দুপুরে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মানকি গ্রামের অছি খানের ছেলে জবেদ আলী (৫৫) কুকুরে কামড়ানো একটি গরু বিক্রি করে দেয় ভাবকী বড় বাড়ির আহসান মন্ডলের ছেলে কসাই আবুল হোসেনের (৬০) কাছে। কসাই আবুল হোসেন গরু জবাই করে মাংস বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সিরাজুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কুকুরে কামড়ানো জবাইকৃত গরুর মাংস জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও মাংস মাটিতে পুতে নষ্ট করা হয়।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!