নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের হাজীপুরে একরাতে চার চারটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে হাজীপুর মাদ্রাসা রোডের ফারিহা টেইলার্স এন্ড বস্ত্রালয়, মোবারক টেইলার্স এন্ড বস্ত্রালয়, মা বস্ত্রালয় ও মেষ্টা চৌরাস্তা মোড়ের অপর একটি কাপড়ের দোকানের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এতে প্রায় চার লাখ টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন দোকানের মালিকগণ।
হাজীপুর মাদ্রাসা রোডের ফারিহা টেইলার্স এন্ড বস্ত্রালয়ের মালিক মোঃ ফারুক হোসেন জানান, তিনি মাত্র একমাস হলো এ দোকানটি দিয়েছেন আর গত শুক্রবার সন্ধ্যারাতে দোকানে ৭০হাজার টাকার মালামাল ওঠান। আর সে রাতেই তার দোকানের সার্টারের তালা কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। একই রাতে প্রায় ১শ গজ দক্ষিণে মা বস্ত্রালয়েও চুরি সংঘটিত হয়। এ দোকানের মালিক সোলায়মান হোসেন বলেন, ‘সকালে আমার বাসায় এসে একজন মহিলা বলে হাজীপুর বাজারে কাপড়ের দোকানে চুরি হয়েছে। একথা শুনে আমি বাজারে এসে দেখি কালু ভাইয়ের দোকানের তালা ভাঙ্গা আর সার্টার বাঁকানো এ চিত্র দেখে আমি আমার দোকানে এসে দেখি আমার দোকানের তালাও ভাঙ্গা আর ভিতরে কোন কাপড় নেই। আমার দোকান থেকে ১লাখ টাকার কাপড় চুরি হয়েছে।’ অপরদিকে আব্দুল মালেক কালুর মালিকানাধীন মেসার্স মোবারক টেইলার্স এন্ড বস্ত্রালয়ের তালা ভেঙ্গে আর সার্টার বাঁকিয়ে লাখ টাকার গজ কাপড়-থ্রিপিস চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এ বাজারে কোন নৈশপ্রহরী না থাকার পাশাপাশি দোকানের ভিতরে কোন লোক না থাকায় এ চুরির ঘটনা অতি সহজে ঘটানো সম্ভবপর হয়েছে বলে জানান এলাকাবাসী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি, তবে প্রস্ততি চলছিল। এছাড়াও মেষ্টা চৌরাস্তা মোড়ের অপর একটি কাপড়ের দোকানের তালা ভেঙ্গে লাখ টাকার কাপড় চুরি গেছে বলে জানা গেছে।
হাজীপুরে একরাতে চারটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি
April 13, 2019
0