নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর সদর উপজেলার কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে শহরের চালাপাড়াস্থ এফ.পি.এ.বির সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিসেফের সহযোগিতায় কৈশোরবান্ধব স্বাস্থ্য বিষয়ের আলোচনা সভায় বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা কার্যালয় জামালপুরের উপ-পরিচালক ডাঃ সাজদা-ই-জান্নাত, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনূর বেগম, ডা. সোহরাব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, সমাজ সেবা কর্মকর্তা শিরিনা, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ও সমাজসেবক শহিদুল হক খান দুলাল প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিয়ে, মাদক ও কৈশোরকালীন শারিরীক সমস্যা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
জামালপুরে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ে অবহিতকরণ সভা
April 13, 2019
0