গুগল ক্রোম থেকে নিরাপদ ব্রাউজার

Joynal Abdin
0




 ইন্টারনেট ব্যবহারে মূর্খ উপাদান হলো ব্রাউজার।ব্রাউজার বিভিন্ন ধরনের হয়ে থাকে,ব্রাউজার দিযে আমরা ইন্টারনেট ব্রাউজ করি ওযেবসাইটের মূল পেজটি দেখতে পারি।তাছাড়া আমাদের ব্যক্তিগত অনেক কিছু যেমন ব্যাংকের ডকুমেন্ট,আইডি পাসওর্য়াড দিয়ে ব্রাউজার ব্যবহার করে আমরা আমাদের আইডিতে লগইন করি।

লগইন করার সময় আমাদের ব্যবহৃত ডকুমেন্ট,আইডি,পাসওর্য়াড ব্রাউজার সংরক্ষিত থাকে।তাই আপনার ব্রাউজার যাতে প্রাইভেসি গুপননরাখে সে বিষয়ে সচেতন থাকুন।

বিশ্বের সবথেকে জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম।কিন্তু সেটি কি নিরাপদ?উত্তরে একেক মতামত একেক রকম হবে।তথ্য নিরাপত্তার জন্য গুগল ক্রোমকে নিরাপদ ব্রাউজার মনে করেন না জার্মানির ফেডারেল অফিস। 

জার্মানির সংস্থা মনে করেন না গুগল ক্রোম ও মাইক্রোসফট এজের বদলে ফায়ারফক্স মুজিলাকে নিরাপদ ব্রাউজার হিসেবে রেটিং দেন।কিন্তু এর মধ্যে অপেরা মিনি ও সাফারি ব্রাউজারের তুলনা করেন নি।

তাছাড়া জার্মানি সংস্থা আরো বলেন, আপনি যদি প্রাইভেসি ও নিরাপত্তার কথানচিন্তাননকরেন তাহলে তিনি ফায়ারফক্স মুজিলাকে সমর্থন করেন।কেননা নিরাপদ ব্রাউজার হতে গেলে যেসব ফিচার থাকতে হবে, তার সবই ফায়ারফক্সে রয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!