শাওমি নিয়ে এলো মাত্র ১৯ মিনিটেই ১০০% চার্জ হবে ৮০ ওয়াটের ওয়্যারলেজ চার্জার দিয়ে।

Joynal Abdin
0

 শাওমি নিয়ে এলো  মাত্র ১৯ মিনিটেই ১০০% চার্জ হবে ৮০ ওয়াটের ওয়্যারলেজ চার্জার দিয়ে।

শাওমি তাদের বেটার পারফরম্যান্স দিয়ে বাজারে  নিয়ে এলো ৮০ ওয়াটের ওয়্যারলেজ চার্জার।যা দিয়ে মাত্র ১৯ মিনিটেই শূন্য থেকে ফোন চার্জ হবে ১০০%,অনেক দিন থেকেই ওয়্যারলেজ চার্জার নিয়ে কাজ করছে শাওমি।প্রতিবারই কোন না কোন সাফল্যের প্রতিফলক দেখিয়েছে শাওমি।এবারও শাওমি নিয়ে এসেছে দুর্দান্ত এক গেজেট।গত ১৮  অক্টোবারে শাওমি তাদের নিজেদের ব্লগে এক প্রতিবেদনে এই কথা প্রকাশ করে।

শাওমি তাদের নিজেদের ব্লগে এই কথাও বলেছে, এই ৮০ ওর্য়াটের ওয়্যাররেজ চার্জার দিয়ে একটি ব্যাটারি ৪০০০ মিলিএম্প ১ মিনিটে ১০% এবং ৮মিনিটে ৫০% চার্জ করা যায়।তাছাড়া এই ৮০ ওর্য়াটের ওয়্যারলেজ চার্জার দিয়ে একটি ফোন ০ থেকে ১০০% চার্জ হতে মাত্র ১৯ মিনিট সময় লাগবে।


শাওমি গত বছারে তাদের ৩০ ওয়াটের ওয়্যারলেজ চার্জার দিয়ে ২৫ মিনিটের ৫০% ও ৬৯ মিনিটে ১০০% চার্জ হতো।গতবছর থেকে এই বছর তাদের ৮০ ওয়্যাটের ওয়্যারলেজ চার্জারটি অধিক বেশি প্রাধন্য পাবে বলে দাবি করা হচ্ছে।


শাওমি তাদের এই৷ ৮০ ওর্য়্যাটের ওয়্যারলেজ চার্জারটি মি১০ প্রো ফোনটিতে কিভাবে চার্জ করা হবে তা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে শাওমি।

 image: Google

সূত্রঃ টেকবাজ

আরও পড়তে পারেনঃ 

১. আইফোন ১২ প্রকাশ করলো অ্যাপল -থাকছে না চার্জার ও হেডফোন


২. কিভাবে অ্যান্ডুয়েড ফোনের স্পিড বাড়ানোর যায়।


৩. বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!