নতুন বছরে বন্ধ হতে যাচ্ছে অবৈধ ও নকল মোবাইল ফোন

Joynal Abdin
0

 নতুন বছরে বন্ধ হতে যাচ্ছে অবৈধ ও নকল মোবাইল ফোন 


বিআরটিসি একটি প্রতিবেদনে জানিয়েছে, নতুন বছরে দেশে যত অবৈধ ও নকল ফোন আছে,তার মোবাইল  নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার মাধ্যমে ফোনগুলো অকার্যকর করে দেবে।

ধারণা করা যাচ্ছে,২০২১ এর শুরুর দিকে এই প্রক্রিয়াটি কার্যকর হবে বলে, ঘোষণা দিয়েছে বিটিআরসির চেয়ারম্যান।


বিটিআরসির চেয়ারম্যান আরো জানিয়েছে,অবৈধ মোবাইল ফোন বন্ধ করতে, ন্যাশনাল ইকুইপমেন্ট রেজিস্ট্রার  প্রক্রিয়ার পরিচালনা ও দরপত্র শেষের দিকে।


তিনি আরো বলেন,ফোন আমদানি কারকদেশ ও দেশের মোবাইল ফোন নির্মাতাদের সাথে আলোচনা করে গত তিন বছরে প্রায় ১১ কোটি আইএমইআই ডাটাবেস সংরক্ষণ করেছে। 


বিআরটিসির চেয়ারম্যান আরো বলেন,২০১৯ সালের আগস্টের আগে যতগুলো মোবাইলফোন ক্রয় করা হয়েছে সেগুলো, নিবন্ধিত করার সুযোগ দেওয়া হবে।


কেউ যদি বিদেশে ভ্রমন করতে গিয়ে ব্যক্তিগত বা যদি কেউ উপহার দিয়ে থাকে  তাহলে সেটির উপযোক্ত দলিল পেশ করে বিটিআরসির থেকে নিবন্ধন করিয়ে নিতে হবে।


ফোনের বৈধতা যাচাইঃ 


মোবাইল সেট ক্রয়ের পূর্বে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বর ১৬০০২ তে এসএমএস করে সেটটির বৈধতা যাচাই করুন-বিটিআরসি।


ফোনের IMEI যাচাই করেত *#06# ডায়াল করলেই, ফোনটিরর  IMEI দেখতে পারবেন।

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!