বিকাশ কোন আইডি দিয়ে খোলা!তা কীভাবে জানবেন?
বিকাশ একটি ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান।প্রতিদিন প্রায় ২-৩ কোটি টাকা বিকাশের মাধ্যমে লেনদেন হয়।আমরা একটি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে নানা ধরনের কাজ করতে পারি।যেমনঃ মোবাইল রির্চাজ, পেমেন্ট,মোবাইলে মিনিট ও ইন্টারনেট, পে বিলসহ গ্যাস,পানি,বিদ্যুৎ, ইন্টারনেটের বিল, দিতে পারি মূহুর্তের মধ্যে।ইদানিং ইনকাম ট্যাক্সসহ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের টাকা বিকাশের মাধ্যমে দিতে পাচ্ছি।বিকাশ আমাদের জীবনকে সহজ করে দিয়েছে।
তো, এই বিকাশ অ্যাকাউন্ট আমাদের নিকটস্থ কোন কাস্টমার বা অ্যাপ থেকে কয়েক মিনিটেই খুলে নিতে পারি।
বোনাসঃ বিকাশ অ্যাপে রেফার করে ১০০টাকা জেতার সু্যোগ।
আমাতের মধ্যে অনেকেই আছে,যারা বিকাশ অ্যাকাউন্ট খুলছে কিন্তু কোন আইডি বা তথ্য দিয়ে খুলছে তা জানা নেই, আর আমরা জানবো,,,,
বিকাশ কোন আইডি দিয়ে খোলা!তা কীভাবে জানবেন?
তো চলুন শুরু করা যাকঃ
আপনার বিকাশ অ্যাকউন্টের তথ্যের জন্য আপনি যদি সরাসরি বিকাশ হেল্প লাইনে কল করেন,তাহলে হেল্প নাও পেতে পারেন,কারণ তারা মনে করতে পারে আপনার বিকাশ অ্যাকাউন্ট চুরি হয়ে গেছে,ওই প্রতারক বিকাশ থেকে সমস্থ ডুকোমেন্ট নিতে চাচ্ছে।
বোনাসঃ বিকাশ অ্যাপে রেফার করে ১০০টাকা জেতার সু্যোগ।
তো আপনি কোন কাস্টমার কেয়ার থেকে হেল্প নিতে পারেন।তো কীভাবে করবেন তা,,,,,,
১)এজন্য আপনার নিকস্থ কোন কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে।
২)যোগাযোগ করার সময় আপনার সকল ডকুমেন্ট বা বিকাশ অ্যাকাউন্ট কীভাবে খুলছেন তা বলেন।
৩) আপনাকে আপনার সকল সমস্যার কথা খুলে বলতে হবে,যেন তিনি বুঝতে পারেন।
৪)এরপর তাদের কাছে যদি আপনার তথ্য সত্যি হয়,তাহলে তারা আপনার ইনকুয়ারি নিয়ে কাজ করবেন।।
বোনাসঃ বিকাশ অ্যাপে রেফার করে ১০০টাকা জেতার সু্যোগ।
বোনাসঃ বিকাশ অ্যাপে রেফার করে ১০০টাকা জেতার সু্যোগ।