How to get NID Number via SMS
আমাদের যাদের বয়স ১৮ এর উপরে তারা ওয়েবসাইটে গিয়ে এনআইডি নাম্বার বের করে সহজেই আইডি কার্ড বের করতে পারি। কিন্তু যাদের বয়স ১৮ এর নিচে তাদের ওয়েবসাইটে এনআইডি নাম্বার দেখায় না।
এর জন্য আমাদের এসএমএসের মাধ্যমে এনআইডি নাম্বার বের করতে হবে।
তো কিভাবে করবেন এটা, সেটা নিয়েই পোষ্টঃ
প্রথমে আপনার মোবাইলে মেছেজ অপশনে গিয়ে টাইপ করুন নিচের মতোঃ
nid 478**479 01-01-20001
NID তারপর আপনার এনআইডি নাম্বার, তারপর আপনার জন্ম সাল লিখে পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে।
ফিরতে এসএমএসে আপনার কাংক্ষিত এনআইডি নাম্বার পেয়ে যাবেন।
তারপর আপনার এনআইডি নাম্বার নিয়ে নিচের ওয়েবসাইটে রেজিস্ট্রার করুন।
ওয়েবসাইট লিংকঃ
https://services.nidw.gov.bd/registration
উপরের ওয়েবসাইটে গিয়ে আপনার বিভাগ,উপজেলা ও জেলা সঠিকভাবে দিয়ে রেজিষ্ট্রেশন করুন।
আপনার ইউজার নাম ও পাসওয়ার্ড অব্যশই মনে রাখবেন।
রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে তারপর আপনি আপনার ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
তারপর, লগইন হয়ে গেলে আপনার এনআইডি কার্ড দেখাবে,ডান পাশে ডাউনলোড লেখা অপশনে ক্লিক করলেই আপনার এনআইডি কার্ডটি ডাউনলোডহয়ে যাবে।