Web 3.0 কি
Web 3.0 হলো ইন্টারনেট উন্নয়নের তৃতীয় পর্যায়।যেখানে কোন মালিকানা একচ্ছত আধিপত্য থাকবে না।
তখন কোন মালিক বা হ্যাকারাও কারো ব্যাক্তিগত কোন তথ্য চুরি করতে পারবে না। এমনকি বড় বড় প্রতিষ্ঠানও যে ট্রুল ব্যবহার করে তাও হয়ে যাবে অকেজো।
একমাত্র ব্যবহারকারীই হবেই তার সকল তথ্যের আদান প্রদানকারী।ব্যবহারকারী হবেই তার তথ্যের একমাত্র মালিক।ইদানীং সংবাদে প্রায় শোনা যায় অ্যাকাউন্ট হ্যাক বা অন্য কেউ তার আইডি ব্যবহার করছে।হ্যাকারা ব্যবহারকারীর আইডি নিয়ে বিভিন্ন অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়।
কোন সাইট বা সার্ভিস বন্ধ করে দেওয়ারমত এমন কোন প্রতিষ্ঠান থাতবে না,কেননা একমাত্র ব্যবহারকারীই হবেই তার সকল তথ্যের নিয়ন্তক।
যেমনঃ আমরা যে ইথারিয়াম বা বিটকয়েন ব্যবহার করি তার প্লাটফর্ম যে আমাদের সামনে তুলে ধরেছে তা সম্ভব।কিন্তু এটা কে মালিক তা কেউ জানে না।
সরকার বা কোন অথোরিটি এমন সাইট বা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে না।
বর্তমানে আমাজন বা ফ্রেসবুকের মতো বড় বড় প্রতিষ্ঠান তাদের নিজেদের সার্ভারে বিলিয়ন বিলিয়ন তথ্য সংগ্রহ করে রাখছে।কোন প্রতিষ্ঠান বা সরকার এর তথ্য আদান বা প্রদান করতে পারবে না।এটিরই সমতা রক্ষা করছে ওয়েব ৩.০