ওয়াই ফাই সিগনালের মধ্যে যখন দেখবেন যে, আপনার ওয়াইফাই রাউটারের নাম ও মডেল নং দিয়ে আরেক টা "ভার্চুয়াল সিগনাল" দেখাচ্ছে।
তখনই বুঝবেন যে, আপনার ওয়াই ফাই সিগনাল ম্যানুয়ালি হ্যাকিং এর স্বীকার হয়েছে।কি কি হতে পারে, ওয়াইফাই রাউটার সিগনাল হ্যাক হলেঃ
১) ওয়াই ফাই এর স্পিড কমে যাবে।
২) কেউ আপনার ওয়াই ফাই সিগনাল ব্যবহার করে বেআইনি কাজ করলে, আপনি ও দোষি হিসাবেই চিহ্নিত হবেন।
ওয়াই ফাই হ্যাকিং
৩) আপনার ওয়াইফাই ব্যবহার করে কাউকে হুমকি, প্রতারণা, সমাজে নানান গুজব ছড়ানো হতে পারে।সেজন্য, এখনি সাবধান না হলে, অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।
কিভাবে হ্যাকিং থেকে নিজের ওয়াইফাই "রাউটার" কে রক্ষা করবেনঃ
১) ইন্টারনেট সরবরাহ কারী প্রতিষ্ঠান এর সহায়তা নিয়ে ওয়াইফাই "রাউটার" টি রিসেট করে নিন।
২) ওয়াইফাই রাউটার এর এক্সেস পয়েন্ট(রাউটার এর সেটিং লিংক টা) টা আই-ডি পাস ওয়ার্ড দিয়ে সিকিউর করে রাখুন।
৩) নিয়মিত পাসওয়ার্ড চেঞ্চ করুন।
৪) নিয়মিত ওয়াই ফাই সিগনাল চেক করুন।একজন " আই টি " প্রফেশনাল হিসাবে সামাজিক দায়বদ্ধতা থেকে বিষয়টা সবাই কে শেয়ার করলাম। বর্তমানে মোবাইল গেমিং ও অন্যান্য কারণে ওয়াইফাই রাউটার হ্যাকিং অনেক বেশি পরিমাণে শুরু হয়েছে।সাবধানে থাকুন ভালো থাকুন।