সীমান্তবর্তী জেলা এবং বিভাগ

Joynal Abdin
0

বাংলাদেশের মোট জেলা ৬৪টি
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২টি
ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩০টি।





মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩টি (রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার)।





ভারত ও মিয়ানমার সাথে সীমান্তবর্তী বাংলাদেশের জেলা রাঙামাটি।
রংপুর বিভাগে ৬টি। (ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর।
চট্টগ্রাম বিভাগে ৬টি। ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি।
খুলনা বিভাগে ৬টি। ঝিনাইদহ,কুষ্টিয়া, মেহেরপুর,চুয়াডাঙ্গা,সাতক্ষীরা,যশোর।
ময়মনসিংহ বিভাগের জেলা ৪টি (শেরপুর, জামালপুুর,নেত্রকোনা, ময়মনসিংহ)
সিলেট বিভাগের জেলা ৪টি, (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার,হবিগঞ্জ)
রাজশাহী বিভাগে ৪টি, (জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, নওগা, রাজশাহী)





গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন:
√ বাংলাদেশের যে কয়টি বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ
রয়েছে ২টি। (ময়মনসিংহ এবং সিলেট)
√ যে বিভাগ পূর্বে ভারতের সীমান্তবর্তী ছিল কিন্তু বর্তমানে নেই ঢাকা।
√ ময়মনসিংহ বিভাগ হলে ঢাকা সীমান্তবর্তী বিভাগ থেকে বাদ পড়ে।
√ যে কয়টি বিভাগের কোন জেলার সাথে ভারতের স্থল সীমান্ত সংযোগ নেই ২টি।
(ঢাকা এবং বরিশাল)
√ যে সীমান্তবর্তী জেলাগুলোর সাথে ভারতের সংযোগ নেই কক্সবাজার ও বান্দরবান





বাংলাদেশের সীমান্তে ভারতের অবস্থান
☛ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত আয়তনে বড় হওয়ায় বাংলাদেশের
চারদিকেই অবস্থিত রয়েছে।
☛ ভারত-বাংলাদেশের তিনদিকে স্থল সীমান্তে রয়েছে।
☛ দক্ষিণ দিকে বঙ্গোপসাগর থাকায় শুধুমাত্র দক্ষিণ দিকে জলসীমান্তে ভারত
রয়েছে।
☛ দক্ষিণে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে।





পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ এবং মিয়ানমারের আরাকান রাজ্য
পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ
উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ।
দক্ষিণে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ।





গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন:
☛ আন্দামান ও নিকোবর দ্বীপপু্েঞ্জর রাজধানী পোর্ট ব্লেয়ার।
☛ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল।
☛ বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ
☛ বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে কম আসাম





সীমান্ত নিয়ে যত কথা
√ বাংলাদেশের মোট ৬১ জেলার সাথে মায়ানমারের সীমান্ত সংযোগ নেই।
√ বাংলাদেশের মোট ৩৪ টি জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই।
√ বাংলাদেশের সীমান্তবর্তী ২টি জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই।
√ বাংলাদেশের সীমান্তবর্তী ২৯ টি জেলার সাথে মায়ানমারের সীমান্ত সংযোগ নেই।
√ বাংলাদেশের মোট ৭টি বিভাগের সাথে মায়ানমারের সীমান্ত সংযোগ নেই।
√ বাংলাদেশের মোট ২ টি বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই।
√ বাংলাদেশের সীমান্তবর্তী ৫টি বিভাগের সাথে মায়ানমারের সীমান্ত সংযোগ নেই।
√ বাংলাদেশের সীমান্তবর্তী সবগুলো বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে।
√ চট্টগ্রাম বিভাগের সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে।
√ রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে।





স্বাধীন বাংলাদেশের ইতিহাস ১৯৬৬-১৯৭১
স্বাধীন বাংলাদেশের ইতিহাস ১৯৬৬-১৯৭১




সেভেন সিস্টার্স
✪ সেভেন সিস্টার্স হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য।
✪ রাজ্যগুলোর মধ্যে আচার-আচরণ ও সাংস্কৃতিক দিক থেকে থেকে মিল রয়েছে।
✪ রাজ্যগুলো কেন্দ্রের অবহেলার শিকার
সেভেন সিস্টার্সের অন্তর্ভূক্ত রাজ্যগুলো হলো আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যা-, মনিপুর।





সেভেন সিস্টার্সের অন্তর্ভূক্ত রাজ্যগুলোর রাজধানী
রাজ্যের নাম রাজধানী
অরুণাচল ইটানগর
নাগাল্যান্ড কোহিমা
মনিপুর ইম্পল
আসাম দিসপুর/ গোহাটি
মিজোরাম আইজল
ত্রিপুরা আগরতলা
মেঘালয় ডশলং





আপনি জানেন কি?





সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের
সীমান্তবর্তী রয়েছে যে কয়টি রাজ্য-৪টি।
(আসাম,মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়)।
√ সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের
সীমান্তবর্তী নয়- ৩টি রাজ্য।
(অরুণাচল, নাগাল্যা-, মনিপুর)





মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা ও স্থান
❒ মায়ানমারের সাথে বাংলাদেশের মোট তিনটি জেলার সীমান্ত সংযোগ রয়েছে।
❒ সবচেয়ে কম সীমান্ত রয়েছে রাঙ্গামাটির সাথে।
❒ সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে বান্দরবানের সাথে।
জেলা সীমান্তবর্তী স্থান
কক্সবাজার উখিয়া, হিলা, ঝিমংখালী, নাইট্যংপাড়া
রাঙামাটি থেগামুখ, ঝলাইছড়ি
বান্দরবান ঘুনঘুম, তুমব্রু, আশারতলী


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!