বাংলাদেশের সীমারেখা বা সীমান্ত
☛ ১৯৪৭ সালে ব্রিটিশ আইনজীবী স্যার র্যাডক্লিফ সুপারিশকৃত
সীমারেখার দ্বারা ভারত এবং পাকিস্থান বিভক্ত হয়।
☛ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্থানের নিকট থেকে পূর্ব পাকিস্থান
স্বাধীনতা লাভ করে বাংলাদেশের জন্ম হলে বাংলাদেশের সাথে ভারতের
সীমান্ত সৃষ্টি হয়।
☛ স্বভাবতই বাংলাদেশ এবং ভারতের সীমারেখার নাম হয় র্যাডক্লিফ রেখা।
ভারতের সীমারেখার সবচেয়ে বেশি রয়েছে- বাংলাদেশের সাথে
পৃথিবীর সবচেয়ে সীমান্ত বেষ্টিত দেশ- চীন
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত রয়েছে- রাশিয়ার
বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫১৩৮ কি. মি. [ সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
৪৭১১.১৮ কি. মি. [সূত্র: মাধ্যমিক ভূগোল]
বাংলাদেশের সর্বমোট স্থলসীমা ৪৪২৭ কি. মি. [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
৩৯৯৫ কি. মি. [সূত্র: মাধ্যমিক ভূগোল]
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কি. মি. [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
৭১৬ কি. মি. [সূত্র: মাধ্যমিক ভূগোল]
বাংলাদেশের সাথে সীমান্ত আছে ২টি দেশের। (ভারত এবং মিয়ানমার)
বাংলাদেশের-ভারতের সীমারেখার দৈর্ঘ্য ৪১৫৬ কি. মি. [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
৩৭১৫.১৮ কি. মি. [সূত্র: মাধ্যমিক ভূগোল]
বাংলাদেশের-মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য ২৮০ কি. মি. [সূত্র: বাংলাপিডিয়া এবং মাধ্যমিক ভূগোল]
২৭১ কি. মি. [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
বাংলাদেশের সমুদ্রসীমা অর্থনৈতিক - ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪ কি. মি.
রাজনৈতিক- ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কি. মি.