বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন

Joynal Abdin
1

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন
✪ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল রাষ্ট্র।
✪ বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
✪ ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্ব সীমান্তে ভারত, দক্ষিণ-পূর্ব
সীমান্তে মায়ানমার ও দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত।
✪ পার্শ্ববর্তী দেশের রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা-সহ বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে জাতিগত ও ভাষাগত ‘বঙ্গ’ অঞ্চলটির মানে পূর্ণ করে।
✪ ‘বঙ্গ’ ভূখ-ের পূর্বাংশ পূর্ব বাংলা নামে পরিচিত ছিল, যা ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশ নামে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।




বিশ্বের প্রথম মানচিত্র তৈরি হয় কোথায়, মানচিত্রের ইতিহাস, বাংলাদেশের মানচিত্রের ইতিহাস, পৃথিবীর গোলাকার মানচিত্র কে রচনা করেন, পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কে, বাংলাদেশের মানচিত্র প্রথম কে অংকন করেন, মানচিত্রের গুরুত্ব, পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কারা,




ভৌগোলিক অবস্থান, আয়তন ও অন্যান্য
অবস্থান অক্ষাংশ ২০ ডিগ্রি ৩৪ উত্তর অক্ষরেখা হতে ২৬ ডিগ্রি ৩৮ উত্তর অক্ষরেখার মধ্যে
দ্রাঘিমাংশ ৮৮ডিগ্রি ০১ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২ডিগ্রি ৪১ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে
আয়তন অর্থনৈতিক সমীক্ষা-২০১৭ অনুসারে
১,৪৭,৫৭০ বর্গ কি.মি বা ৫৬,৯৭৭ বর্গ মাইল
উইকিপিডিয়ার তথ্যানুসারে
ছিটমহল বিনিময়ের ফলে অর্জিত ভূমি গেজেটেড হলে আয়তন হবে-১,৪৭,৬১০ বর্গ কি. মি বা ৫৬,৯৯০ বর্গ মাইল
আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯৪তম উইকিপিডিয়া সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ৯৫তম ওয়াল্ড অ্যাটলাস ৯১তম ছোটদের বিশ্বকোষ ৯০তম





বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে ট্রপিক অব ক্যানসার
৯০০ পূর্ব দ্রাঘিমা রেখা
কর্কটক্রান্তি রেখা
জনসংখ্যায় বাংলাদেশ-
♦ বিশ্বে- ৮ম; ♦এশিয়ার- ৫ম;
♦ মুসলিম বিশ্বে- ৪র্থ; ♦ দক্ষিণ এশিয়ার- ৩য়;
♦আয়তনে দক্ষিণ এশিয়ায়- ৪র্থ।





বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন





♦ বাংলাদেশের আয়তনের প্রায় সমান নেপাল;
♦ বাংলাদেশের পতাকার মত পতাকা জাপানের
♦ ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
♦ বাংলাদেশের সময় গ্রীণিচ সময় +৬ ঘণ্টা
♦ বাংলাদেশের সীমানা কমিশন র‌্যাডক্লিফ কমিশন


Tags:

Post a Comment

1Comments

Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!