☛ প্রায় ৩০০০ বছর পূর্বে মিশরে মানচিত্রের ব্যবহার শুরু হয়
☛ ব্যাবিলনের উত্তরে গাথুরে শহরের ধ্বংসাবশেষে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়।
♦ ‘পারসপেকটিভস অন দ্য নেচার অব জিওগ্রাফি’ গ্রন্থের রচয়িতা- রিচার্ড হার্টশোন।
♦ বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন জেমস রেনেল।
বিখ্যাত ভূগোলবিদদের পরিচয়
ইরাটসথেনিস
- প্রাচীন গ্রিক ভূগোলবিদ।
- প্রথম Geography শব্দটি ব্যবহার করেন।
হিপ্পার্কাস
- গ্রীক জ্যোতির্বিজ্ঞানী।
- জ্যোতির্বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত।
- ত্রিকোণমিতির প্রণালি দিয়ে পৃথিবী থেকে
চাঁদের দূরত্ব হিসাব করেছেন - উল্লেখ্যযোগ্য আবিষ্কার-মহাবিশ্বের ক্রম সম্প্রসারণ আবিষ্কার।
ক্লাডিয়াস টলেমিয়াস
- গ্রিক গণিতবিদ, ভূগোলবিদ,
জ্যোতির্বিদ ও জ্যোতিষ। - মিশর শাসিত ইজিপ্টাস প্রদেশে
বাস করতেন। - বিখ্যাত গ্রন্থ ‘আলমাজেস্ট’।
নিকোলাস কোপার্নিকাস
- বিখ্যাত পোলীয় গণিতবিদ
এবং জ্যোতির্বিজ্ঞানী। - প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক
সৌরজগতের মতবাদ প্রদান করেন। - বিখ্যাত গ্রন্থ- ‘De Revolutionibus’
এডমান্ড হ্যালি। - পরিচিত লাভ করেন হ্যালির
ধুমকেতুর জন্য। - সমুদ্র স্তর থেকে কোনো স্থানের উচ্চতা
এবং ব্যারোমেট্রিক চাপের সম্পর্ক স্থাপন করেন।