ভূগোলের সংজ্ঞা:
☛ ভূগোলের জনক ইরাটসথেনিস।
☛ Geography শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ভূগোলবিদ- ইরাটসথেনিস।
☛ ভূগোল শব্দের ইংরেজি পরিভাষা ‘Geography’ যার উৎপত্তি Geo + graphy থেকে।
☛ ‘Geo’ শব্দের অর্থ ‘ভূমি’ আর ‘graphy’শব্দের অর্থ ‘পরিমাপ’।
☛ ব্যুৎপত্তিগত দিক থেকে Geography অর্থ হলো ভূমির পরিমাপ/ পৃথিবীর বর্ণনা।
☛ বাংলার ভূগোল শব্দের অর্থ হলো ‘পৃথিবী গোলাকার’।
☛ পৃথিবীর পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, সাগর, মহাসাগর, নদ-নদী ইত্যাদির তাত্ত্বিক ও বৈজ্ঞানিক আলোচনার নামই ভূগোল।
☛ মানুষ ও পৃথিবী হলো ভূগোলের প্রধান উপাদান।
☛ মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই ভূগোল।
বিভিন্ন ভূগোলবিদের সংজ্ঞা
- অধ্যাপক ডাডলির মতে, পৃথিবীর ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল।
- রিচার্ড হার্টশোন ১৯৫৯ সালে তাঁর‘Perspective on the Nature of Geography’ বইতে বলেন যে, পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণ প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।
ভূগোলের বিভিন্ন শাখা
জ্ঞানের বিভিন্ন শাখার মত ভূগোলেরও বিভিন্ন শাখা রয়েছে। তবে ভূগোলের প্রধান শাখা দুইটি। ক) প্রাকৃতিক ভূগোল
খ) মানবিক ভূগোল
প্রাকৃতিক ভূগোলের অন্তভূক্ত বিষয়সমূহ:
☛ পৃথিবীর ভূমিরূপ ☛ পৃথিবীর গঠন প্রক্রিয়া
☛ বারিম-ল ও বায়ুম-ল ☛ জলবায়ু
মানবিক ভূগোলের অন্তভূক্ত বিষয়সমূহ:
☛ অর্থনৈতিক ভূগোল ☛ রাজনৈতিক ভূগোল
☛ আঞ্চলিক ভূগোল ☛ জনসংখ্যা ভূগোল