কোচিং খোলা রাখায় ১০ হাজার টাকা জরিমানা

Joynal Abdin
0
নিজস্ব প্রতিনিধি ।।
সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় ময়মনসিংহ নগরীর একটি কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ জুন) বিকেলে ময়মনসিংহ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর নতুন বাজার এলাকার ‘ হোসাইন স্যারের বিজ্ঞান ও প্রাইভেট প্রোগ্রাম’ নামের কোচিং সেন্টারটিকে জরিমানা করা হয়। 
জানা গেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে করোনা সংক্রমণ রোধে ঘোষিত লকডাউনের মধ্যেও কোচিং ক্লাস পরিচালনার অভিযোগ ছিল  হোসাইন স্যারের বিজ্ঞান ও প্রাইভেট প্রোগ্রামের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে নগরীর নতুন বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোচিং সেন্টারটিকে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূর্ল) আইন, ২০১৮ এর অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট এরশাদ।
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, নতুন বাজার ও তার আশেপাশের এলাকায় অন্যান্য কোচিং সেন্টারগুলো বন্ধ পাওয়া গেছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নের ময়মনসিংহ জেলা প্রশাসন খোলা রাখা কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!