শেরপুর সরকারি কলেজ টার্ম পেপার লেখার নিয়ম

Joynal Abdin
0

অনুমতি পত্র





বাংলা বিভাগ





 শেরপুর সরকারি কলেজ, শেরপুর।





 স্মারক নং-                                                                                                        তারিখঃ…………





 বিষয়ঃ তথ্য সংগ্রহ প্রসঙ্গে।





 জনাব,





 আসসালামু আলাইকুম।  একটি দেশের উন্নয়নের জন্য শিক্ষা যেমন  অত্যাবশ্যকীয় যেমনি গবেষণার সম্প্রতি  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ৫০  নম্বরে  মৌলিক গবেষণার সংযুক্ত করা হয়েছে। যা এদেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের গবেষক/ গবেষকদল তাদের মৌলিক গবেষণার তথ্য সংগ্রহের জন্য আপনার কাছে  প্রেরিত হলো ।এই গবেষণা রাজনৈতিক, ধর্মীয় নীতি নির্ধারণ ও দেশের জনগণের কল্যাণে ব্যবহার হবে। তাই ক্ষুদে গবেষকদের সার্বিক সহযোগিতা  করার জন্য সবিনয় অনুরোধ করছি। 





                                                                       শেরপুর সরকারি কলেজ





                                                                              শেরপুর





শেরপুর সরকারি কলেজ
শেরপুর সরকারি কলেজ




 উৎসর্গ





 আমার শ্রদ্ধেয় বাবা  ও  মাকে





কৃতজ্ঞতা স্বীকার





 সকল প্রশংসা ও কৃতজ্ঞতা প্রথমে মহান রাব্বুল আলামিন এর কাছে।টাম পেপার একটি নতুন বিষয় যা মাস্টার্স শেষ   বর্ষের পাঠ্যপুস্তকের  অন্তর্ভুক্ত করা হয়েছে। যার ফলে আমি ট্রাম পেপার নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি  এবং মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে  কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।  আমি কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধেয় তত্বাবধায়ক মনিরা বেগম ম্যাডামকে যিনি আমার গবেষণাপত্রটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বন্ধুত্বপূর্ণ ভাবে সর্বাত্মক সহযোগিতা, উৎসাহ, সাহস, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা যুগিয়েছেন।





 আরো  কৃতজ্ঞতা জানাই বিভাগীয় প্রধান সখিনা আক্তার ।  তার এই অভিজ্ঞতা নির্ভর জ্ঞানের আলোকে  আমাদের এই  টার্ম পেপারের কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন উপদেশ ও নির্দেশনা দিয়েছেন।





 কৃতজ্ঞতা জানাই বিভাগের শিক্ষক ও বড় ভাই বোন এবং সহপাঠি বন্ধুদের। তাদের  সহযোগিতা উৎসাহ আমার এটি তৈরি করতে সাহায্য  যুগিয়েছে।





 তাদের সাহায্য ও সহযোগিতায় আমার এই টার্ম পেপার তৈরি করতে পেরেছি ।তাদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা। 





                                                                                    ………………………………………………





                                                                                             বাংলা বিভাগ( মাস্টার্স শেষ বর্ষ) 


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!