রাজশাহী লকডাউন আজ থেকে ১৭ জুন পর্যন্ত ৫ আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল

Joynal Abdin
0
অনলাইন ডেস্ক ।।
মহামারি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওযায় শুক্রবার (১১ জুন) ভোর থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত  রাজশাহীতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করায় জেলাটি থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে৷
বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য জানান৷
তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসজনিত রোগের সংক্রমণের বিস্তার রোধকল্পে আগামী ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধ থাকবে। এ সময়কালে পাঁচটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেন চলাচল সম্পূর্ণরুপে বন্ধ থাকবে৷ সেসঙ্গে চারটি আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে৷
লকডাউনেন সময়কালে সম্পূর্ণ বাতিল করা হয়েছে ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটের তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী- বীমুসিই-রাজশাহী রুটের বাংলাবান্ধা এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের বনলতা এক্সপ্রেস এবং ঢালারচর- রাজশাহী-ঢালারচর রুটের ঢালারচর এক্সপ্রেসের যাত্রা৷
রুট সংক্ষিপ্ত করে রাজশাহী-খুলনা-রাজশাহী রুটের সাগরদাড়ী এক্সপ্রেস, ঈশ্বরদী-খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-ভাঙা-রাজশাহী রুটের মধুমতি এক্সপ্রেস, ঈশ্বরদী- ভাঙ্গা-ইশ্বরদী, চিলাহাটি-রাজশাহী-চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস, চিলাহাটি-আব্দুলপুর-চিলাহাটি এবং রাজশাহী- গোবরা - রাজশাহী রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঈশ্বরদী- গোবরা-ঈশ্বরদী রুটে চলাচল করবে৷
এর পাশাপাশি রহনপুর-খুলনা-রাজশাহী ও পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটের মেইল ট্রেনও বাতিল করা হয়েছে৷
এছাড়াও শুক্রবার (১১ জুন) রাজশাহী স্টেশন হতে মধুমতি, সাগরদাঁড়ী ও মহানন্দা এক্সপ্রেস ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে যাবে৷ যা ফিরতি পথে ইশ্বরদী এসে যাত্রা শেষ করবে। পরবর্তী দিন হতে ট্রেনগুলো ঈশ্বরদী হতে পরিচালিত হবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!